করিমগঞ্জ, ৯ জানুয়ারি : সম্পূর্ণা নারী সংস্থা উদ্যোগে শনিবার থেকে করিমগঞ্জে শুরু হল পৌষ পার্বণ মেলা ২০২১। যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা অবধি আয়োজিত মেলায় পিঠেপুলির পাশাপাশি থাকছে হস্তশিল্পের প্রদর্শনী। তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা আয়োজিত হবে।গৃহিনীদের জন্য বিশেষ আকর্ষণীয় প্রতিযোগিতা মিসেস সর্বসম্পূর্ণা থাকছে এবারের পৌষ পার্বণ মেলায়।

অন্যান্য বছরের ন্যায় এ বছর পৌষ পার্বণ মেলা আয়োজনে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে জানান সম্পূর্ণার সদস্যারা।তবে কোভিড প্রটোকল মেনে মেলা আয়োজিত হচ্ছে।মূলত মহিলাদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশ ঘটানো এবং বরাক উপত্যকার সাহিত্য-সংস্কৃতির বিরাট অংশ জুড়ে থাকা গ্রামের পিঠেপুলির সঙ্গে নবপ্রজন্মের পরিচয় ঘটনোর লক্ষ্যে পৌষ মেলার আয়োজন বলে জানান উদ্যোক্তারা।পৌষমেলায় পিঠে পুলি বিক্রির ব্যবস্থা যেমন রয়েছে, তেমনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার জয়ের সুবর্ণ সুযোগ সবাই লাভ করতে পারবেন বলে জানান সম্পূর্ণার সদস্যারা।
আরো দেখুন : কৃষি এবং পশুচিকিৎসা বিভাগের প্রকল্পসমূহের পর্যালোচনা করলেন অতুল বরা