করিমগঞ্জ, ২৪ ডিসেম্বর : অসমিয়া চলচ্চিত্রের মোহময়ী অভিনেত্রী বিধায়ক আঙুরলতা ডেকা এখন বরাক উপত্যকার নেতা-মন্ত্রীদের কাছে সবচেয়ে বেশী আকর্ষণীয়। করিমগঞ্জে বিজেপির রাজ্য অধিবেশনে মু্খ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, প্রদেশ বিজেপির সভাপতি রঞ্জিতকুমার দাস থেকে শুরু করে একঝাঁক নেতা-মন্ত্রী উপস্হিত থাকা সত্ত্বেও আ্ঙুরলতাই যেন হয়ে ওঠেছেন মেগা বৈঠকের অন্যতম মুখ। রূপবতী বিধায়ক তথা লাস্যময়ী অভিনেত্রীকে নিয়ে প্রথম দিনে ব্যস্ত ছিলেন সবাই। বয়স নির্বিশেষে কেউ বাদ যাননি। একবার কথা বলা, একটা সেলফি কিংবা একটা গ্রুপফি তোলার কাজে অতি ব্যস্ত ছিলেন সবাই। আঙুরলতা ডেকা মুখ্যমন্ত্রীর বিশেষ বিমানে চেপে মঙ্গলবার শিলচর আসেন। সেখানেও তাঁকে নিয়ে জনতার উৎসাহের শেষ ছিল না। সেদিন রাতে মুখ্যমন্ত্রীর কনভয়ের সঙ্গে করিমগঞ্জে এসে পৌঁছান তিনি। বুধবার যোগ দেন রাজ্য বিজেপির দুদিবসীয় অধিবেশনে। করিমগঞ্জ সরকারি স্কুলের মাঠে অধিবেশন প্রাঙ্গণকে উজ্জ্বল করে তুলেন তিনি। বুধবার প্রথম দফার বরাক সফর শেষ করে বিকেলে দিসপুর ফিরে যান মুখ্যমন্ত্রী। অধিবেশনের কাজে অন্যান্যদের সঙ্গে করিমগঞ্জে থেকে যান রূপালি পর্দার নায়িকা বিধায়ক ডেকা। তাঁকে অধিবেশনস্হলে জনতার ঔৎসুক্যের অন্ত নেই। দিন গড়িয়ে রাতে অধিবেশনের কাজ চলা পর্যন্ত সবার নজর সেলিব্রিটি আঙুরলতার দিকে। নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ কেউ বাদ যাননি এতে। ছিলেন সাংবাদিকরাও। একটা সেলফি, একটু সময় কথা বলা, তাতেই যেন তৃপ্তি।
আঙুরলতা প্রমাণ করে দিয়েছেন অসমবাসীর কাছে তিনি কতটা জনপ্রিয়। করিমগঞ্জে এসে এত সমাদর পাবেন সে হয়তো অনুমান করতে পারেননি তিনি।এই প্রথম করিমগঞ্জে এসেছেন তিনি। বরাক উপত্যকা তথা করিমগঞ্জের আদর আপ্যায়ণে অবশ্যই অভিভূত আঙুরলতা।বরাকে ভোটে দাঁড়ালেও হয়তো বাজিমাৎ করবেন তিনি।এত ভিড়ে এত ব্যস্ততার মধ্যে যারাই তাঁর কাছে ঘেঁষেছেন তাঁদের সঙ্গেই কথা বলেছেন সহাস্যে। করিমগঞ্জে মেগা দিয়েছেন গ্রুপ ছবি এবং সেলফি তোলার সুযোগ।একমুখ হাসি, এক সমুদ্দুর ভালোবাসা, এক আকাশ উদারতায় সবাইকে আপন করে নিয়েছেন তিনি।জয় করে নিয়েছেন বরাকবাসীর মন। দিনের শেষে বিধায়ক-অভিনেত্রী আঙুরলতা নিজের ফেসবুক পেজে রাজ্য বিজেপির করিমগঞ্জ অধিবেশন নিয়ে তাঁর অভিব্যক্তি প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, করিমগঞ্জ রাজ্য বিজেপির অধিবেশন বরাক-ব্রম্মপুত্রের জনগণের মধ্যে সমন্বয় গড়ে তোলার ক্ষেত্রে সেতুবন্ধনের কাজ করবে। তিনি আপ্লুত,অভিভূত।
আরো দেখুন : গ্রিন করিডোর করে কোভিড রোগীকে বিমানবন্দরে, এয়ার অ্যাম্বুলেন্সে মৃত্যু