করিমগঞ্জে ঋত্বিজ-র চলচ্চিত্র উৎসব ২১-২৫ জানুয়ারি, থাকছে দেশ-বিদেশের বহু ছবি :
শিলচর, ২ জানুয়ারি : অন্যান্য বছরের মতো এবারও করিমগঞ্জে চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে ঋত্বিজ সিনে আর্ট সোসাইটি। সংস্থার ব্যবস্থাপনায় কোভিড প্রটোকল মেনে চলচ্চিত্র অনুষ্ঠিত হবে আগামী ২১-২৫ জানুয়ারি, করিমগঞ্জ জেলাগ্রন্থাগার প্রেক্ষাগৃহে। জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশ-বিদেশের ১৬টি ছবি প্রদর্শিত হবে এতে। করিমগঞ্জ চলচ্চিত্র উৎসব, ২০২১-এ প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, বাসু চট্টোপাধ্যায়, ইরফান খান ও কিম ডুক কি —এই তিন চলচ্চিত্র ব্যক্তিত্বকে শ্রদ্ধা নিবেদন করে তাঁদের স্মৃতিবিজড়িত একগুচ্ছ চলচ্চিত্রও প্রদর্শিত হবে।
২১ জানুয়ারি সন্ধ্যায় “চতুর্থ- সুজিৎ চৌধুরী স্মারক বক্তৃতা” প্রদান করবেন ‘দুধ পিঠের গাছ’ ছবির পরিচালক উজ্জ্বল বসু ও সম্পাদক অনির্বাণ মাইতি। উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গে “দুধ পিঠের গাছ” ছবিটি মুক্তি পেয়েছে। ছবির বিশেষত্ব হচ্ছে, নিজেরাই অর্থ সংগ্রহ করে এই ছবি নির্মাণের সম্পূর্ন ব্যয়ভার বহন করেছেন পশ্চিমবঙ্গের আড়ংঘাটা নামে এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা। জনতার সাহায্য ও সহযোগিতায় নির্মিত এই অভিনব ছবিটির পরিচালক ও সম্পাদক ছবি নির্মাণ-এর অভিজ্ঞতা ব্যক্ত করবেন ‘চতুর্থ সুজিৎ চৌধুরী স্মারক বক্তৃতা’-য়। করিমগঞ্জে ঋত্বিজ-র চলচ্চিত্র উৎসব ২১-২৫ জানুয়ারি, থাকছে দেশ-বিদেশের বহু ছবি ।
এরপরই পরিচালক ও সম্পাদকের উপস্থিতিতে “দুধ পিঠের গাছ” ছবিটি প্রদর্শিত হবে। ‘চতুর্থ সুজিৎ চৌধুরী স্মারক বক্তৃতা’, বরাক উপত্যকার উৎসাহী চলচ্চিত্র নির্মাতাদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে বলে ঋত্বিজ এর পক্ষে আশা করা হচ্ছে। করিমগঞ্জ চলচ্চিত্র উৎসব, ২০২১-এ ঋত্বিজ এর পক্ষে উপত্যকার উৎসাহী চলচ্চিত্র প্রেমীদের উপস্থিতি ও সাহচর্য কামনা করা হয়েছে।
আরো দেখুন : মার্চের প্রথম সপ্তাহে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা, বন্ধ হচ্ছে বহু পরীক্ষা কেন্দ্র