করিমগঞ্জে আচমকা ভূমিধসে মৃত্যু যুবকের, আহত মা ও শিশু
করিমগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি : এ যেন বিনা মেঘে বজ্রপাত! ভরা বসন্তে বৃষ্টিপাত ছাড়াই ভূমিধসে মৃত্যু ঘটল যুবকের। পাঁচ বছরের শিশু সহ আহত হয়েছেন এক মহিলাও। এই অঘটন ঘটে কটামনি এলাকার ইচারপার গ্রামে। মাটিচাপা পড়ে মারা যান বছর ২৮-এর লিয়াকত (মায়া) আলি। আহত হয়েছেন তাহেরা বেগম ও শিশুকন্যা মাসুমা পারভীন।
বুধবার এদিন দুপুর দেড়টা নাগাদ ইচারপার গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত জহির আলির পুত্র লিয়াকত (মায়া) আলি তাঁদের টিলাবাড়ির পাশে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে উপর থেকে বিশাল এক চাঙড় মাটি খসে পড়ে। কোনও কিছু বুঝে ওঠার আগেই মাটির তলায় চাপা পড়ে যান লিয়াকত। ওইসময় তাহেরা বেগম ও পাঁচ বছরের শিশু কন্যা মাসুমা পারভীনও এই ঘটনার সংস্পর্শে আসেন। বাড়ির লোকজনদের চিৎকারে আশপাশের মানুষ জমায়েত হন এবং কটামনি পুলিশ ওয়াচ পোস্টে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনা স্থলে দ্রুত উপস্থিত হয় পুলিশ। অবশ্য এর আগেই স্থানীয়রা মাটি খুঁড়ে সবাইকে বের করার চেষ্টা শুরু করে দেন। পরে পুলিশও এসে হাত লাগায় উদ্ধারকার্যে। তিনজনকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে মাকুন্দা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তবে লিয়াকত আলির অকুস্থলেই মৃত্যু ঘটেছে বলে খবর। অপর দুজন গুরুতর আহত অবস্থায় মাকুন্দা হাসপাতালে চিকিৎসাধীন।
আরো দেখুন : অস্ত্র সমর্পণ করে জীবনের মূল স্রোতে ফিরল ১০৪০ জঙ্গি