শিলচর, ১৬ জানুয়ারি: বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতাদের মুখে বরাক উপত্যকা নিয়ে দরদ যেন উথলে পড়েছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় এর উল্টো চিত্র। এই মন্তব্য কংগ্রেস কর্মকর্তা তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিংহের। শিলচরে জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ বলেন, এ অঞ্চলের প্রবীণ নাগরিক কবীন্দ্র পুরকায়স্থ উত্তর-পূর্বাঞ্চলের বিজেপির যাত্রারম্ভ করেছিলেন। অথচ সেই কবীন্দ্রকেই যথার্থ সম্মান দেয়নি বিজেপি।
অজিত সিংহের কথায়, যখন এ অঞ্চলে কেউ বিজেপি করতে ভয় পেত তখনই কবীন্দ্রবাবু বয়ে চলেছিলেন বিজেপির পতাকা। রাজ্যপাল বা অন্য কোনও গুরুত্বপূর্ণ পদ দিয়ে তাঁর সেই অবদানের স্বীকৃতি দেওয়া বা সম্মান জানানো উচিত ছিল বিজেপির। কিন্তু সেই কবীন্দ্রবাবুকেই যেখানে বিজেপি সম্মান দেয়নি , সেখানে আম বরাকবাসীকে কী সম্মান দেবে ওরা। অজিত সিংহ এদিন কথা প্রসঙ্গে বিজেপির প্রতি তোপ দেগে আরও বলেন, ওদের প্রতিশ্রুতি ছিল বরাকের চা-বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হবে। কিন্তু আজ পর্যন্ত তা হয়নি। এরপর পাচগ্রাম কাগজ কলের প্রসঙ্গ টেনে বলেন, খোদ প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কাগজ কলকে পুনরুজ্জীবিত করা হবে। কিন্তু কোথায় কি, উল্টে কাগজ কল বিক্রি করে দেওয়ার তোড়জোড় চলছে।
আরো দেখুন : এনআরসি ইস্যুতে বিজেপির অবস্থান নিয়ে ফের সরব সুস্মিতা