শিলচর, ৬ অক্টোবর: পুলিশের এসআই নিযুক্তি কেলেঙ্কারি সহ বিভিন্ন দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে সোচ্চার হয়েছে কংগ্রেস।মঙ্গলবার কংরেসের আন্দোলনে উত্তাল হয়ে উঠে শিলচর পার্করোডের পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন এলাকা। পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করতে গিয়ে আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়ে জড়িয়ে পড়েন ধস্তাধস্তিতে। পরে পুলিশ মোট ১৮ জনকে গ্রেফতার করে।

এসআই পদের নিযুক্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রমাণ করে দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ সম্পূর্ণ ব্যর্থ। এমন অভিমত ব্যক্ত করে কংগ্রেসের পক্ষ থেকে এই বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পদত্যাগ সহ ঘটনার সিবিআই তদন্তের দাবিতে এদিন পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কার্যসূচি হাতে নেওয়া হয়। দুপুর ১২টা নাগাদ পার্ক রোডের দলীয় কার্যালয় থেকে এক মিছিল বের হয়।এই আন্দোলন কার্যসূচিকে ঘিরে পুলিশ আগে থেকেই ছিল তৈরি হয়ে। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ব্যারিকেড গড়ে তোলা সহ মোতায়ন করা হয় প্রচুর সংখ্যক পুলিশকর্মীকে।আন্দোলনকারীরা সেখানে পৌঁছার পর আটকে পড়ে শুরু করেন ঠেলাধাক্কা, সঙ্গে চলতে থাকে স্লোগানবাজি।এসবের মাঝে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা চালান। এবার পাল্টা চড়াও হয় পুলিশও। এতে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় এক ঘন্টা ধরে ঠেলাধাক্কা, ধস্তাধস্তি ও স্লোগানবাজির মাঝে অবরুদ্ধ হয়ে পড়ে পার্ক রোড। শেষ পর্যন্ত পুলিশ শুরু করে গ্রেফতারি। সদর থানার ওসি ডিতুমনি গোস্বামী জানিয়েছেন, গ্রেফতার করা হয়েছে মোট ১৮ জনকে। এর মধ্যে ৪ জন মহিলা, বাকি ১৪ জন পুরুষ। পরবর্তীতে অবশ্য সবাইকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়।
এদিন পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে যোগদানকারীদের মধ্যে ছিলেন, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে, রাজেশ দেব, পাপন দেব, অভিজিৎ পাল, সজল বণিক, অমিতাভ সেন, পার্থরঞ্জন চক্রবর্তী, সঞ্চিতা আচার্য, জাভেদ আখতার লস্কর, অনুপম পাল, আক্তার হোসেন বড়ভূইয়া ও কুশল দত্ত প্রমুখ।