এবার ভেন্টিলেটরের সঙ্কট, আইসিইউর জন্য দেশে ধুঁকছেন কোভিড রোগীরা
মুম্বই, ২৬ এপ্রিল : কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেসালাল গোটা দেশ। একদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে বাড়ছে, পাশাপাশি চলছে মৃত্যু মিছিল। এর মধ্যে অক্সিজেন সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের আকাল দেখা দিয়েছে। এবার নতুন করে দেশে ভেন্টিলেটরের সঙ্কট সামনে এসেছে।
মুম্বই মহানগর ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ভেন্টিলেটরের সহায়তার জন্য রোগী ভর্তিতে বিশাল লাইন লেগেছে। যদিও দীর্ঘ প্রতীক্ষার পরও ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ঠাঁই মেলেনি অধিকাংশের। ভেন্টিলেটরের তীব্র সঙ্কটের জেরেই এমন পরিস্থিতি বলে জানা গেছে। মীরাবাঈ পুরসভার ৪০টি আইসিইউ বেড রয়েছে। সব বেডই রোগীতে ভর্তি রয়েছে। ভাসাই বিহার পুরসভার অধীনে ১৭টি কোভিড হাসপাতাল রয়েছে। কোথাও কোনও আইসিইউ বেড খালি নেই।
এদিকে রোগীদের অবস্থাও ক্রমে মারাত্মক হচ্ছে উদ্ধব ঠাকরের রাজ্যে। কান্দিভালিতে এক পরিবারের বক্তব্য, তাঁরা রাজ্যের ১৮টি হাসপাতালে খোঁজ নিয়েছেন, ৫টিতে নিজেরাই গিয়েছেন কিন্তু কোথাও আইসিইউ ফাঁকা নেই। রবিবার সন্ধ্যের দিকে সেভেন স্টার হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর সেই বেড খালি হওয়ায় ভর্তি করানো গিয়েছে তাঁদের প্রিয়জনকে। অন্যদিকে, বিএমসির তথ্যে দেখা গিয়েছে কোভিড রোগীদের জন্য ১৪৪৪টি ভেন্টিলেটরের মধ্যে ১৭টি ফাঁকা রয়েছে, ২,৮৬১টি আইসিইউ-এর মধ্যে ৬০টি খালি আছে।
আরো দেখুন : গাড়ির ধাক্কায় বিদ্যুতবাহী তার ছিঁড়ে জীবন্ত অগ্নিদগ্ধ মহিলা, পুড়ে ছাই অটো