শিলচর, ২৫ জানুয়ারিঃ সারা আসাম এনএইচএম প্যারা-মেডিকেল কর্মচারী ইউনিয়নের বরাকভ্যালি জোনাল কমিটির এক বিশেষ সভা রবিবার শিলচর ডিএনএনকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জোনাল সভাপতি একবাল হোসেন মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমিটির সম্পাদক মফিদুল ইসলাম এনএইচএম কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, সমকাজে সমহারে বেতন প্রদান নিয়ে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার পক্ষে অভিমত ব্যক্ত করেন।
তিনি জানান, এই দাবি নিয়ে আগামী ২৯ জানুয়ারি গুয়াহাটিতে কেন্দ্রীয়ভাবে অবস্থান ধর্মঘট পালন করা হবে। এতে বরাক উপত্যকার প্রতিনিধি পাঠানোর জন্য জোনাল কমিটির কর্মকর্তাদের অনুরোধ জানান। এদিনের সভায় জামিল হোসেন লস্করকে সম্পাদক ও বেগম আকতারকে সভানেত্রী নির্বাচিত করে সারা আসাম এনএইচএম প্যারা মেডিকেল কর্মচারী ইউনিয়নের কাছাড় জেলা কমিটি পুনর্গঠিত হয়।
আরো দেখুন : এবার ভারত থেকে কেনা ৫০ লক্ষ ডোজ করোনা টিকা পৌঁছল ঢাকায়