গুয়াহাটি, ৩ এপ্রিল : শতাধিক কোটিপতি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা এইবারের বিধানসভা নির্বাচনের উল্লেখযোগ্য বিশেষত্ব হিসেব বিবেচিত হচ্ছে। এর মধ্যে নিম্ন অসমের একজন প্রার্থীর সম্পত্তির পাহাড় দেখে স্থম্ভিত বিধানসভা কেন্দ্রের জনসাধারণ। কোটিপতি প্রার্থী হলেন মীনাক্ষী রহমান। মীনাক্ষী সরুক্ষেত্রী বিধানসভা চক্রের এআইইউ ডি এফ দলের প্রার্থী। এর আগে বিধানসভা কেন্দ্রটি ছিল কংগ্রেস দলের দখলে। কিন্তু সরুক্ষেত্রীতে দুই মিত্র দল কংগ্রেস ও এআইইউডিএফ বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। তাই বর্তমান বিধায়ক জাকির হোসেন সিকিদারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এআইইউডিএফ-এর মীনাক্ষী রহমান। এক মাত্র অর্থবলে বলিয়ান মীনাক্ষী রহমানের দলীয় টিকিট পাওয়া নিয়ে সর্বত্র চর্চা চলছে।
প্রার্থীত্ব লাভের পর মীনাক্ষী রহমানের বিরুদ্ধে সরুক্ষেত্রীতে অর্থের দেদার ছড়াছড়ির অভিযোগ উঠেছে। মাত্র কয়েক বছরের মধ্যে এই প্রার্থী কিভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন সেটি এখনও রহস্যের আবর্তে। কেননা, ২০১৫-১৬, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ বর্ষে সরুক্ষেত্রীর এআইইউডিএফ প্রার্থীর সম্পত্তির পরিমাণ ছিল অতি নগন্য। তিনি এমনকি আয়করের আওতাধীন ছিলেন না। কিন্তু হঠাৎ যেন উচ্চাকাঙ্খী রাজনৈতিক নেত্রীর হাতে এল আলাদীনের প্রদীপ। ২০১৮ সাল থেকে অভাবনীয় রূপে বাড়তে থাকে মীনাক্ষীর সম্পত্তি। ২০১৮-১৯ সালে তিনি ৩ লক্ষ ৮০ হাজার টাকার আয়করের বিপরীতে ২০১৯-২০ সালে ১০ লক্ষ ৯ হাজার টাকার আয়কর জমা দেন। এই সময়সীমায় মীনাক্ষী এবং তার আমলা স্বামী সইবর রহমান গড়ে তুলেন সম্পত্তির বিশাল পাহাড়। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া শপথনামায় উল্লেখ মর্মে মীনাক্ষী রহমানের স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য হল ৯২ লক্ষ ২০ হাজার টাকা। অন্যদিকে স্বামী-স্ত্রীর নামে স্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৮৬ লক্ষ টাকার অধিক। অন্যদিকে মীনাক্ষী রহমানের নামে ৪৭ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি থাকার বিপরীথে তার স্বামী সইবুর রহমানের রয়েছে ৬ কোটি ১৮ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি। সরুক্ষেত্রীর এআইইউডিএফ প্রার্থী মীনাক্ষী রহমান এবং সইবুর রহমানের স্থাবর সম্পত্তি হল ৮ কোটি ৫০ লক্ষ টাকার অধিক। আশ্চর্যজনক হল, মাত্র তিন বছরে মীনাক্ষী কিভাবে এত সম্পত্তির মালিক হলেন?
আরো দেখুন : পাথারকান্দি-কান্ডঃ বিজেপিকে ‘ইভিএম চোরের দল’ বলল কংগ্রেস