23 C
Guwahati
Friday, March 24, 2023
More

    উত্তর-পূর্বের সেরা ফরেন্সিক কমপ্লেক্স চালু শিলচর মেডিক্যালে

    উত্তর-পূর্বের সেরা ফরেন্সিক কমপ্লেক্স চালু শিলচর মেডিক্যালে

    শিলচর, ২০ ফেব্রুয়ারি : স্টেট অফ দ্য আর্ট মডার্ন মার্টারি কমপ্লেক্স। ২ কোটি ৮৫ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের তৈরি হয়েছে নতুন কমপ্লেক্স। এর দৌলতে ফরেন্সিক বিভাগে বৃদ্ধি পেয়েছে অনেক সুবিধা। নবনির্মিত এই কমপ্লেক্সের উদ্বোধন করেন শিলচরের সাংসদ ডা: রাজদীপ রায়।

    নতুন এই কমপ্লেক্সের শিলান্যাস করা হয়েছিল ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি। ঠিক ৭ বছর পর শুক্রবার সেই ১৯ ফেব্রুয়ারি তারিখেই করা হল উদ্বোধন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা: বাবুলকুমার বেজবরুয়া জানান, এই কমপ্লেক্স তৈরির ব্যাপারে প্রথমত উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন উপাধ্যক্ষ ডা: শেখর চক্রবর্তী। এর জন্য মূলত অর্থ বরাদ্দ করা হয় কেন্দ্র সরকারের তহবিল থেকে, কিছু অর্থ দিয়েছে রাজ্য সরকারও। নতুন এই কমপ্লেক্সে রয়েছে একসঙ্গে চারটি মৃতদেহের ময়নাতদন্ত করার ব্যবস্থা সহ ফরেন্সিক রেডিওলজি, মেট্রোলজিক্যাল অটোপসি ইত্যাদি বহু সুবিধা। সঙ্গে যৌন নির্যাতনের শিকার হওয়া লোকেদের পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও রয়েছে বিশেষ ব্যবস্থা। রয়েছে মৃত ব্যক্তির পরিজনদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত অপেক্ষাগার, এছাড়া ভিআইপিদের জন্যও  শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ অপেক্ষাগার ইত্যাদি অনেক কিছু। শুধু অপেক্ষাগারই নয়, মৃতদেহ ময়না তদন্তের জন্য নির্ধারিত কক্ষগুলোতেও রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। এসব তথ্য তুলে ধরে তিনি জানান, এতদিন যে পরিকাঠামোয় কাজ করতে হয়েছে, তা মোটেই পর্যাপ্ত ছিল না। নতুন কমপ্লেক্স অসম তো বটেই, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের সবকটি মেডিক্যাল কলেজের তুলনায় উৎকৃষ্টমানের। এমন কমপ্লেক্স নেই উত্তর-পূর্বের অন্য কোনও মেডিক্যাল কলেজ হাসপাতালে। এতে শুধু  পরিষেবার ক্ষেত্রে নয়, মেডিক্যাল পড়ুয়াদের শিক্ষার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।

    আরো দেখুন : প্রশাসনিক কর্মচারীদের অসহযোগ আন্দোলন শেষ, কড়া বার্তা সরকারকে

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং