২৮সেপ্টেম্বরঃ শহিদ-এ-আজম ভগত সিংয়ের ১১৩ তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল অল ইন্ডিয়া ডিএসও’র জেলা কমিটি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বিপ্লবী ভগৎ সিং স্বাধীনতা আন্দোলনে প্রথম “ইনক্লাব জিন্দাবাদ” ধ্বনি প্রবর্তন করেছিলেন। স্বাধীনতা আন্দোলনের গতিকে তীব্রতর করে তুলতে তিনি অ্যাসেম্বলি ভবনে শব্দ বোমা নিক্ষেপ করে স্বেচ্ছায় কারাবরণ করে নানাভাবে আন্দোলনের প্রেক্ষাপট গড়ে তুলেছিলেন। ভগৎ সিং চেয়ে ছিলেন শোষণমুক্ত সমাজ গড়ে তুলতে,যে সমাজে শিক্ষা, স্বাস্থ্য সবার জন্য থাকবে উন্মুক্ত। সম্ভবত ভগৎ সিং ই প্রথম ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে শুধু ইংরেজের বিরুদ্ধে আন্দোলন কে সীমাবদ্ধ না রেখে তদানীন্তন ভারতবর্ষের সাধারণ খেটে খাওয়া মানুষের যথার্থ মুক্তি সংগ্রামের পথ প্রদর্শন করেছিলেন,এবং সেই পথেই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন।অল ইন্ডিয়া ডিএসও’র এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতবর্ষ রাজনৈতিকভাবে স্বাধীন হলেও গরিব, নিপীড়িত, অত্যাচারিত এবং সর্বস্তরের সাধারণ মানুষের প্রকৃত অর্থে স্বাধীনতা আজও লাভ করতে পারেনি। তাই আমাদেরকে আজ নতুনভাবে সংকল্প নিতে হবে যে, ভগৎ সিংয়ের অপূরিত সেই স্বপ্ন সফল করার জন্য ভগৎ সিং এর দেখানো পথেই যুগোপযোগী আদর্শের ভিত্তিতে আমাদের সেই সংগ্রাম চালিয়ে যেতে হবে।’