শিলচর, ৬ ফেব্রুয়ারি: সাম্প্রদায়িক দল এআইইউডিএফ -এর সঙ্গে জোট করেছে কংগ্রেস। বিজেপির এমন অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিলেন কংগ্রেসের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। তার কথায়, পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠীর উন্নতির জন্য আওয়াজ তোলাটা মোটেই সাম্প্রদায়িকতা নয়। শিলচরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনকে ঘিরে প্রথমত কংগ্রেসের লক্ষ্য ছিল “৮০+”আসন দখল করা। এবার মহাজোট হওয়ার পর এই লক্ষ্য বেড়ে হয়েছে “১০১+”। এবার নিশ্চিতভাবেই সরকার হচ্ছে মহাজোটের।
এআইইউডিএফ-এর সঙ্গে মিত্রতা প্রসঙ্গে বিজেপির অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, এআইইউডিএফ এক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নতির জন্য সোচ্চার। এতে সাম্প্রদায়িকতার কি আছে। তবে হ্যা, ওই দল পরবর্তীতে কখনও সাম্প্রদায়িক তার আশ্রয় নিলে কংগ্রেস সঙ্গে থাকবে না মোটেই। কারণ সাম্প্রদায়িকতা কংগ্রেসের ভাবধারার সম্পূর্ণ বিপরীত। কংগ্রেস সবাইকে নিয়ে চলার পক্ষপাতী।
আরো দেখুন : সুস্মিতাও একজন অসমিয়া, বাঙালি হিন্দুদের সঙ্গে দ্বিচারিতা করছে বিজেপি : প্রদ্যুৎ