27 C
Guwahati
Wednesday, March 29, 2023
More

    আসন সমঝোতা হয়নি এখনও, জনগনকে বিভ্রান্ত করতে অপপ্রচার চলছে, বললেন বিধায়ক আজিজ

    মনোজ মোহান্তি, করিমগঞ্জঃ ২০২১-এর অসম বিধানসভা নির্বাচনে কংগ্রেস-এআইইউডিএফ জোটে চূড়ান্ত সীল মোহর মেরে দিয়েছেন দলীয় সুপ্রিমো মওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমী। কিন্তু আসন বন্টন নিয়ে প্রাথমিক আলোচনা পর্যন্ত হয়নি। আগামী জানুয়ারি মাসে এ ব্যাপারে উভয় দলের নেতৃত্ব বসে সিদ্ধান্ত নেবেন বলে সুপ্রিমো সাফ জানিয়ে দিয়েছেন।তাই একাংশ সংবাদ মাধ্যমে দক্ষিণ করিমগঞ্জ আসনে সিদ্দেক আহমদ জোটের মনোনয়ন পাচ্ছেন, এবং এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে যে খবর বের হয়েছে তা কাল্পনিক। জনমনে বিভ্রান্তি ছড়াতে সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য তুলে দেওয়া হচ্ছে বলে দাবি করলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমদ খান।

    তিনি বলেন, এখন পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে তা সিটিং গেটিং ফর্মুলায়। কংগ্রেসের দখলে থাকা ২৪টি আসনে সেই দলের প্রার্থী মনোনয়ন পাবেন। অনুরূপ  ভাবে এআইইউডিএফের দখলে থাকা ১৪টি আসনে ওই দলের প্রার্থীদের মনোনয়নপত্র প্রদান করা হবে। সেই হিসাবে দক্ষিণ করিমগঞ্জ এআইইউডিএফের দখলে আছে এবং এখানে এআইইউডিএফের প্রার্থীকেই মনোনয়ন প্রদান করা হবে। কিন্তু একটি মহল সোস্যাল মিডিয়া সহ একাংশ বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যে দক্ষিণ করিমগঞ্জে নাকি সিদ্দেক আহমদকে মনোনয়ন প্রদানের বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।যে বিষয়টি নিয়ে এখনও প্রাথমিক আলোচনা পর্যন্ত হয়নি তা নিয়ে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে।

    বিধায়ক আজিজ আরও বলেন, এক সময় এআইইউডিএফের বিরুদ্ধে যে বা যারা মিথ্যা রটনা রটিয়েছিলেন, দলীয় সুপ্রিমো মওলানা বদরুদ্দিন আজমলকে নিয়ে যারা নানা অপবাদ রটিয়েছিলেন তাদের জন্য আলাদা বিশেষ সুযোগ করে দেওয়ার প্রশ্নই উঠতে পারেনা। জনগনকে বিভ্রান্ত না হয়ে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়ে আজিজ বলেন, দলীয় সুপ্রিমো নিশ্চিত ভাবে এমন কোনও সিদ্ধান্ত নেবেন না যা দলের তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের হৃদয়ে আঘাত করবে।

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং