আজ বিজেপিতে যোগ দিচ্ছেন রুমি, সঙ্গী বাবা ত্রৈলোক্য
গুয়াহাটি, ২০ মার্চ : গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। তবে এবার সত্যিকার অর্থেই গেরুয়া বসন পড়ছেন বড়খলার প্রাক্তন বিধায়ক রুমি নাথ। বলা ভাল বিজেপিতে ‘ঘর ওয়াপসি’ হচ্ছে তাঁর। এতে রুমির সঙ্গী হচ্ছেন তাঁর বাবা ত্রৈলোক্যভূষণ নাথও। শনিবারই তাঁরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন বলে খবর।
কিছুদিন আগে অর্থাৎ গেরুয়া দলের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগে ব্যাপারটা ঘটলে বড়খলার টিকিট নিয়ে হয়তো সৃষ্টি হত নতুন সমীকরণের। তবে মনোনয়ন পর্ব মিটে যাওয়ায় বর্তমানে সেই সম্ভাবনা নেই। রুমি যে বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন এর একটা আভাস পাওয়া গিয়েছিল বৃহস্পতিবার রাতেই। গুয়াহাটিতে রুমি যান মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সরকারি বাসভবনে। তখন থেকেই বিজেপিতে তাঁর যোগদান নিয়ে শুরু হয় গুঞ্জন। এরপর শুক্রবার দলীয় এক সূত্র নিশ্চিত করেন বিষয়টি।
২০১০ সালে বড়খলার তৎকালীন বিজেপি বিধায়ক রুমি রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে বহিস্কৃত হন গেরুয়া দল থেকে। এরপর কংগ্রেসের টিকিটে ফের বড়খলা থেকে ভোটে জিতে বিধায়ক হন। তবে ২০১৬র বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে হেরে যান। নির্বাচনে হেরে অনেকটা অন্তরালে চলে যাওয়ার মধ্যেও ২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেবের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর বহিস্কৃত হন দল থেকে। কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়ে বিজেপিতে ফিরে যাবার জন্য অনেক চেষ্টা চরিত্র করলেও তখন কল্কে পাননি। বিজেপিতে সুবিধে হচ্ছে না দেখে এবার প্রার্থী বাছাইয়ের আগে আগে ফের কংগ্রেসের দরবারে গিয়ে টিকিটের জন্য তদ্বির করেন। কিন্তু সুবিধে হয়নি কংগ্রেসেও, খালি হাতেই দৌড় শেষ করতে হয় তাকে।এবার বিজেপির হাত ধরে তাঁর রাজনৈতিক জীবনে শুরু হতে চলেছে নতুন এক অধ্যায়।
আরো দেখুন : রাজ্যে প্রথম পর্বের ভোটে ৪১ প্রার্থী দাগি অপরাধী, রেড অ্যালার্ট কেন্দ্র ৩