আইসোলেশন শেষ, কোভিড পরীক্ষায় নেগেটিভ সুস্মিতা
শিলচর, ১৮ এপ্রিল : সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী তথা শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের কোভিড পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। শুক্রবার নয়াদিল্লিতে তার কোভিড-১৯ আরটি পিআর পরীক্ষা করা হয়। শনিবার তার রিপোর্ট এসেছে নেগেটিভ।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তী উপলক্ষে দিল্লিতে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালার সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। ওই দিন কোভিড পরীক্ষায় সুরজেওয়ালার রিপোর্ট আসে পজিটিভ। এ খবর পেয়েই সুস্মিতা নিজে থেকেই নয়াদিল্লির বাসভবনে আইসোলেশন চলে যান। পরে তিনি নিজের করোনা পরীক্ষা করান। শিলচরের প্রাক্তন সাংসদের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তার পরিচিত মহল স্বস্থির নিঃশ্বাস ফেললেন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ বলে জানিয়েছেন।
আরো দেখুন : লকডাউনের বাংলাদেশে একদিনে শতাধিক মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও