অস্ত্র সমর্পণ করে জীবনের মূল স্রোতে ফিরল ১০৪০ জঙ্গি
গুয়াহাটি, ২৪ ফেব্রুয়ারি : সন্ত্রাসবাদ-মুক্ত অসমের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল সরকার। কার্বি আংলঙের পাঁচটি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের মোট ১০৪০ জন সশস্ত্র জঙ্গি অস্ত্র সমর্পণ করে জীবনের মূল স্রোতে ফিরে এসেছে। এদিন শ্ৰীমন্ত শংকরদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাতে এই জঙ্গিরা অস্ত্র তুলে দেয়।
রাজ্য সরকারের স্বরাষ্ট্র বিভাগ এবং অসম পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পিপলস ডেমোক্রেটিক কাউন্সিল অব কার্বিলংরির স্বঘোষিত প্রধান ইংতি কাথার সংবিজিত সহ মোট পাঁচটি জঙ্গি গোষ্ঠীর সদস্যরা ভারতের সংবিধান ও গণতন্ত্রের প্রতি বিশ্বাস প্রদর্শন করে মূল স্রোতে ফিরে আসে। জঙ্গিরা এদিন ৩৩৮টি বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র সহ ১১,২০৩টি গুলিও জমা দেয়। অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলি হল কার্বি লংরি এন সি হিলস লিবারেশন ফ্রন্ট, কার্বি পিপলস লিবারেশন টাইগারস, কুকি লিবারেশন ফ্রন্ট এবং ইউনাইটেড পিপলস লিবারেশন আর্মি। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল হিংসার পথ পরিত্যাগ করে শান্তির পথ গ্রহন করা জঙ্গিদের স্বাগত জানান। তিনি সবাইকে মিলেমিশে থেকে একযোগে পরিশ্রম করে লক্ষ্যে উপনীত হওয়ার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি পদ্মশ্রী রং বং টেরঙ, কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাঙ, রাজ্যের মুখ্য সচিব জিষ্ণু বরুয়া, অসম পুলিশের সঞ্চালক প্রধান ভাস্করজ্যোতি মহন্ত, মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা হৃষীকেশ গোস্বামী প্রমুখ।
আরো দেখুন : মধ্যপ্রদেশে প্রতারণা করে পালানো জ্যোতিষী ‘খান সাহেব’ শিলচরে ধৃত