21 C
Guwahati
Saturday, March 25, 2023
More

    অসম আন্দোলনের শহিদদের স্মৃতিতে ভবন নির্মাণে জমি ও অর্থ মঞ্জুর

    গুয়াহাটি, ১৯ ডিসেম্বর : অসম আন্দোলনের শহিদদের স্মৃতিতে ভবন নির্মাণে জমি ও অর্থ মঞ্জুর : গুয়াহাটিতে শহিদ ভবন নির্মাণের জন্য ২ বিঘা জমি সহ ৫০ লক্ষ টাকা মঞ্জর করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।সারা অসম জাতীয় শহিদ পরিবার সমন্বয়রক্ষী পরিষদ ও সারা অসম শহিদ নির্যাতিত পরিবার পরিষদ-এর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী এ কথা জানান। মুখ্যমন্ত্রী দুই সংগঠনের কর্মকর্তাদের শহিদের ত্যাগ ও আদর্শের প্রতি সম্মান জানিয়ে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। দুই সংগঠনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে শীঘ্রই বৈঠকে বসে একত্রিত হবার আশ্বাস প্রদান করেন। 

    বৈঠকে মুখ্যমন্ত্রী সোনোয়াল জানান, অসম আন্দোলনের যে সব নির্যাতিত এখন পর্যন্ত কোনও আর্থিক সাহায্য পাননি তাদের আর্থিক অনুদান প্রদান করার পদক্ষেপ নিতে গৃহ বিভাগকে নির্দেশ দিয়েছেন। এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা হৃষীকেশ গোস্বামী, আইনি উপদেষ্টা শান্তনু ভরালি, অতিরিক্ত মুখ্যসচিব পবনকুমার বরঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন। 

    আরো দেখুন : পঞ্চম মৃত্যুবার্ষিকীতে প্রাক্তন সাংসদ নুরুল হুদাকে স্মরণ করল সিপিএম

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং