26 C
Guwahati
Friday, October 7, 2022
More

  অযোধ্যায় মসজিদের শিলান্যাস ২৬ জানুয়ারি, ঘোষণা ট্রাস্টের

  লখনউ, ১৮ ডিসেম্বরঃ ২০২১ সালের ২৬ জানুয়ারি অযোধ্যায় মসজিদের শিলান্যাস হবে। অযোধ্যার ধান্নিপুরে পাঁচ একর জমিতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মসজিদ নির্মাণের নীল নকশা প্রকাশিত হবে শনিবার। সুন্নি ওয়াকফ বোর্ডের মসজিদ তৈরির জন্য গঠিত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ)‌ ট্রাস্ট এ কথা ঘোষণা করেছে। ট্রাস্টের সম্পাদক আতহার হুসেন জানিয়েছেন, সাত দশক আগে ২৬ জানুয়ারি  ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। বহুত্ববাদ আমাদের সংবিধানের ভিত্তি। মসজিদ কর্মসূচিরও সেটাই লক্ষ্য। তিনি জানান, ‌মসজিদ চত্বরে থাকবে মাল্টি-স্পেশ্যালিটি হাসপাতাল, একটি কমিউনিটি কিচেন ও একটি লাইব্রেরি। তৈরি হবে নার্সিং ও প্যারামেডিক্যাল কলেজ। হাসপাতালের জন্য কর্পোরেট ফান্ডিংয়ের খোঁজ চলছে বলে জানান আতহার।

  মসজিদ নির্মাণের প্রধান স্থপতি অধ্যাপক এসএম আখতার জানান, নতুন মসজিদ বাবরি মসজিদের থেকেও বড় হবে। ‌মসজিদের কাঠামো হবে গোলাকৃতির। এক সঙ্গে ২,০০০ জন নামাজি থাকতে পারবেন। মসজিদ-‌চত্বরের কেন্দ্রে থাকবে হাসপাতাল। মসজিদের স্থাপত্যের সঙ্গে সামঞ্জস্য রেখে হাসপাতাল তৈরি হবে। ক্যালিগ্রাফি থাকবে। হাসপাতালে ৩০০ শয্যার স্পেশ্যাল ইউনিট থাকবে। রোগীরা বিনামূল্যে চিকিৎসা পাবেন। বিদ্যুতের অভাব হবে না। সৌরশক্তির সাহায্যে বিদ্যুতের জোগান থাকবে ২৪ ঘণ্টা।‌

  উল্লেখ্য, গত বছর ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল, অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির তৈরি হবে। কেন্দ্র মসজিদ নির্মাণের জন্য অযোধ্যায় মসজিদের শিলান্যাস পাঁচ একর জমি দেবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। সুপ্রিম কোর্টের রায় মেনে অযোধ্যার সোহাবল তহশিলের ধান্নিপুর গ্রামের পাঁচ একর জমি দেওয়া হয়েছে মসজিদ নির্মাণের জন্য।

  আরো দেখুন : ৫৫ বছর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন রেল করিডোর চালু

  Published:

  Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

  First published

  ট্ৰেণ্ডিং