গুয়াহাটি,২৬ফেব্রুয়ারি : রাজ্যের বিভিন্ন প্রান্তে বনজ সম্পদ এবং অবৈধ কয়লা খননের তদন্তের জন্য রাজ্যপাল জগদীশ মুখী এক সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছেন। এই কমিশন দিহিং পাটকাই জাতীয় উদ্যান, টিপং সংরক্ষিত বনাঞ্চল সহ লিডু, বরগলাই ও লেখাপানি বনাঞ্চল সমূহের অবৈধ কয়লা খনন নিয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত করবে। তদন্ত কমিশনের সদস্য করা হয়েছে গৌহাটি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি পি কটকি। আগামী ৮ ও ৯ মার্চ এই কমিশন শুনানি গ্রহণ করবে।
আরো দেখুন : আজ শিলচরে মুখ্যমন্ত্রী, মিনি সচিবালয়ের উদ্বোধন কাল