গুয়াহাটি, ২৯ডিসেম্বরঃ অবশেষে পদ্মাসনে অজন্তা-রাজদীপরা, বিরোধী দলের মর্যাদা হারাল কংগ্রেস : সব জল্পনা কল্পনার অবসান হল। অবশেষে প্রদ্মাসনে বসলেন বহিষ্কৃত কংগ্রেস বিধায়ক বিধায়ক রাজদীপ গোয়ালা ও অজন্তা নেওগ। মঙ্গলবার তাঁরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করে দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটালেন। এদিন দুপুরে বিজেপির রাজ্য কার্যালয়ে যান অজন্তা নেওগ, রাজদীপ গোয়ালা ও বেনেন্দ্রকু্মার মুশাহারি। প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিতকুমার দাস ও নেডা-র আহ্বায়ক ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁদের আনুষ্ঠানিকভাবে উত্তরীয় পরিয়ে দলে বরন করেন।

উল্লেখ্য, অজন্তা নেওগ গোলাঘাট কেন্দ্রের চারবারের বিধায়ক এবং তরুণ গগই মন্ত্রিসভার সদস্য ছিলেন। অন্যদিকে কাছাড়ের লক্ষীপুর কেন্দ্রের বিধায়ক হলেন রাজদীপ গোয়ালা। এছাড়া বেনেন্দ্রকুমার মুশাহারি গৌরীপুরের প্রাক্তন বিধায়ক তথা বিপিএফ নেতা ছিলেন। গত ২৬ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের গুয়াহাটি সফরে রাজদীপ-অজন্তারা তাঁর সঙ্গে আলোচনা করে গেরুয়া বসন পড়ার আগ্রহ প্রকাশ করেন। তারপরেই এদিন তাঁরা আনুষ্ঠানিকভাবে গেরুয়া দলে যোগ দিলেন। সেইসঙ্গে অসম বিধানসভায় বিরোধী দলের মর্যাদা হারাল কংগ্রেস।
আরো দেখুন : ভর দুপুরে রাস্তায় পিটিয়ে খুন এক ব্যক্তিকে, নৃশংস কান্ড যোগীর রাজ্যে