30 C
Guwahati
Wednesday, March 29, 2023
More

    অগপ ব্যানারে অপপ্রচার চলছে, সরব এআইইউডিএফ বিধায়ক আজিজ খান

    করিমগঞ্জ, ১৩ সেপ্টেম্বর : তাঁর জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিত ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। দক্ষিণ করিমগঞ্জ মহাজোটে এআইইউডিএফ দলের অনুকূলে যাওয়ার খবর চাউর হতেই দুষ্ট চক্র মাঠে নেমে পড়েছে। তাঁর সম্মানহানি করতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা কাল্পনিক গল্প সাজিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। রবিবার সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একথাগুলি বলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমদ খান। তিনি বলেন, ‘গতকাল থেকে একটি চক্র সোস্যাল মিডিয়ায় অগপ সভাপতি মন্ত্রী অতুল বরার সঙ্গে আমার ছবি দিয়ে একটি ব্যানারের মতো তৈরি করে অপপ্রচার চালাচ্ছে।ওই ব্যানারে অগপ দলকে শক্তিশালী করার আহ্বান করা হয়েছে। এমনকি ব্যানারের প্রকাশক হিসাবে আমাকে দেখানো হয়েছে।অথচ আমি এআইইউডিএফ দলের বিধায়ক। আগামী ২০২১এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের বর্তমান দলীয়  বিধায়ক হিসাবে মনোনয়নের শক্ত দাবিদার। দলের সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমীর উপর পুরোপুরি আস্থাশীল যে তিনি আমাকেই মনোনয়ন প্রদান করবেন। আমি কোন দুঃখে অগপ দলে যোগ দিতে যাবো। আসলে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।এর বিরুদ্ধে আমি করিমগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি। দলের যুব শাখার তরফে ও পুলিশে মামলা দায়ের করা হয়েছে।’

    বিধায়ক আজিজ আহমদ খান আরও বলেন, বিভিন্ন ভাবে অপপ্রচার চলছে দক্ষিণ করিমগঞ্জে মনোনয়ন পাওয়া নিয়ে। কিন্তু সব কিছু অনুমান সাপেক্ষে চলছে, চূড়ান্ত কিছুই হয়নি। কংগ্রেস-এআইইউডিএফ ও অন্যান্য দলের মহাজোট গঠনের সিদ্ধান্ত হয়েছে মাত্র।কে কোথায় এবং কোন কোন আসনে লড়বে তা এখনও আলোচনাই হয়নি।যার দখলে যে আসন আছে সেই আসন গুলো বাদ দিয়ে বাদবাকি আসন নিয়ে আলোচনা হবে। দক্ষিণ করিমগঞ্জ এআইইউডিএফের দখলে আছে। এবং এখানে জোট শরিক অন্য কোনও দলের মনোনয়ন পাওয়ার প্রশ্নই উঠতে পারেনা।বিধায়ক আজিজ কোনও ধরনের অপপ্রচারে কান না দিয়ে আগামী ২০২১এর নির্বাচনে লড়ার প্রস্তুতি হিসাবে গোটা কেন্দ্রজুড়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। #মনোজ

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং